Padma Award: কঙ্গনা, একতা, করণ, পদ্মশ্রী প্রাপকদের হাতে পুরষ্কার তুলে দিলেন রাষ্ট্রপতি
পদ্ম পুরষ্কার প্রাপকদের নায ঘোষনা হয়েছে প্রায় দুবছর আগেই এবার রাষ্ট্রপতির হাত থেকে পেলেন পুরষ্কার। দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রাপকদের সম্মান প্রধান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
গত ২৬শে ডিসেম্বর ২০২০ বলিউড ইন্ডাস্ট্রি থেকে কঙ্গনা রানাওয়াত,করণ জোহর, একতা কাপুর এবং আদনাম সামিদের মতো তারকাদের নাম ঘোষনা করে কেন্দ্র। গোল্ডেন-গ্রিন শাড়িতে একদম সাবেকি সাজে ধরা দিলেন কঙ্গনা। হাসিমুখে রাষ্ট্রপতির হাত থেকে সম্মান গ্রহণ করলেন সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা অভিনেত্রী।
কালো রঙা শেরওয়ানিতে পুরস্কার নিলেন ‘কভি তো নজর মিলাও’ খ্যাত পাক বংশোদ্ভূত আদনান সামি। তবে এদিন দেখা মিলল না করণের। পদ্ম পুরষ্কারের অনুষ্ঠান দুভাগে ভাগ করা হয়েছে। পদ্ম-সম্মনের দ্বিতীয় পর্যায়ে একতা-করণদের পাশাপাশি প্রয়াত সংগীত শিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যমের পরিবারের হাতে তুলে দেওয়া হবে তাঁর পদ্মশ্রী সম্মান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊