কলস যাত্রার মাধ্যমে ছট পূজোর সূচনা- লাউ বাজারে আগুন 

ছট পূজো


কালী পূজো মিটতেই ছট পূজোর প্রস্তুতি শুরু করে দিলো ভক্তের দল। এদিন জলপাইগুড়ি কামাড় পাড়া ছট পূজো কমিটির পক্ষ থেকে কলস যাত্রার মাধ্যমে ছট পূজোর সূচনা করলেন কমিটির সদস্যরা। 

কলস যাত্রা উপলক্ষে সোমরার সকালে এক অন্য ছবি দেখা গেলো জলপাইগুড়ি শহরে। একদল ভক্ত  ঝাড় দিয়ে রাস্তা পরিস্কার করতে থাকলো একই সাথে অন্য একটি দল রাস্তা ধুইয়ে দেবার পর মহিলারা মাথায় কলস নিয়ে যাত্রা শুরু করলো। 

শোভাযাত্রাটি এইভাবে গোটা শহর পরিক্রমা করে। গতবছর করোনার জন্য শোভাযাত্রা হয়নি। এবারে করোনার প্রকোপ কম থাকায় কলস যাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের শোভাযাত্রায় অংশ গ্রহন করেন জলপাইগুড়ি পৌর প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো এবং অন্যান্যরা।

আর অন্যদিকে ছটপুজো উপলক্ষে বাজারে লাউয়ের দাম রীতিমত আগুন। জলপাইগুড়ি‌র বাজারে ২০ টাকার লাউ বিকোলো ৮০ টাকা দরে। ছট পুজো করতে গেলে নিয়ম অনুযায়ী দুদিন আগে থেকে লাউ ভাত খেতে হয়। এজন্য প্রতি বছরই ছটপুজো এলে বাজারে লাউয়ের দাম প্রায় তিনগুণ বেড়ে যায়। ২০ টাকার লাউ হয়ে যায় ৬০ থেকে ৮০ টাকা। 

 ছট পুজোকে কেন্দ্র করে এদিন লাউয়ের বাজার ছিল বেশ জমজমাট। এদিন বেরুবাড়ি, কাশিয়াবাড়ি ও মন্ডলঘাট এলাকা থেকে কয়েক হাজার লাউ আমদানি হয়েছে জলপাইগুড়িতে। কৃষকরাও এদিন ভাল দাম পেয়ে হাসি মুখেই বাড়ি ফিরেছেন। কোথাও কোথাও প্রায় তিনগুন দামে লাউ বিক্রি করে মুখে হাসি ফুটেছে সবজি ব্যবসায়ীদেরও।