Latest News

6/recent/ticker-posts

Ad Code

সারা বাংলা জুড়ে প্রতিবাদে সামিল ২০১৪ টেট কোয়ালিফাই নন ইনক্লুডেড (2014 TET Qualified Non Included) প্রার্থীরা

সারা বাংলা জুড়ে প্রতিবাদে সামিল ২০১৪ টেট কোয়ালিফাই নন ইনক্লুডেড (2014 TET Qualified Non Included) প্রার্থীরা

2014 TET Qualified Non Included




মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি এক বছর হতে চললেও নিয়োগ হয়নি2014 প্রাইমারি ট্রেট কোয়ালিফাইড ট্রেন্ড নন ইনক্লুড ক্যান্ডিডেট দের।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 নভেম্বর 2020 সালে নবান্ন থেকে ঘোষণা করেছিলেন যে আর কিছু মাসের মধ্যে সমস্ত প্রার্থিদের নিয়োগ করা হবে কিন্তু একবছর পার হতে চললেও নিয়োগ নেই তাদের । সেই কারনে পূর্ব ঘোষনা মতন আজ 2014 প্রাইমারি ট্রেট কোয়ালিফাইড ট্রেন্ড নন ইনক্লুড ক্যান্ডিডেট (2014 TET Qualified Non Included) একতা মঞ্চর পক্ষ থেকে এক আন্দোলন কর্মসূচিতে অংশ নেন সমস্ত প্রার্থীরা ।


তারা জানান যে যদি এবার তাদের নিয়োগ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলন অর্থাৎ গন আত্মহত্যার পথ বেছে নেবেন কারন বিগত 7 বছর ধরে তারা অপমানিত ও লাঞ্ছিত হচ্ছেন এবং পরবর্তীতে তারা গণ আত্মহত্যার পথ বেছে নেবেন।


এদিন তারা নিয়োগের দাবিতে রাজ্য জুড়ে প্রতিটি জেলায় আন্দোলনে পথে নামেন, মিছিলে স্লোগানে প্রতিবাদ জানান, একই সাথে প্রশাসনের কর্তা ব্যক্তিদের হাতে স্মারকলিপিও তুলে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code