৩৪ দিনেও আন্দোলনে অনড় নবম- দ্বাদশ স্তরের মেধাতালিকা ভুক্ত প্রার্থীরা 





কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে নবম- দ্বাদশ স্তরের মেধাতালিকা ভুক্ত অথচ বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের ধর্ণার আজ ৩৪ তম দিন। 



বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের স্টেট কো- অর্ডিনেটর সুদীপ মন্ডল জানিয়েছেন যে এই নিয়ে বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীগণ তৃতীয় বারের জন্য ধর্ণায় বসেছে। এর আগে ২০১৯ সালে কলকাতার প্রেসক্লাবের সামনে ২৯ দিন ব্যাপী বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীগণ অনশনে বসেছিলেন। উক্ত অনশন মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তদকালীন শিক্ষামন্ত্রী এসেছিলেন। উক্ত মঞ্চে নবম- দ্বাদশ স্তরের মেধাতালিকা ভুক্ত অথচ বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে মেধাতালিকা ভুক্ত শিক্ষক পদপ্রার্থীদের নিয়োগের জন্য সুব্যবস্থা করা হবে। প্রয়োজনে আইনের কিছু পরিবর্তন করে হলেও বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের নিয়োগের আশ্বাস দিয়েছিলেন।  



উক্ত আশ্বাস বানি দীর্ঘদিন হয়ে যাওয়া সত্ত্বেও কার্যকর না হওয়ার জন্য বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীগণ ২০২১ সালেও প্রায় ছয়মাস অনশন করেছিলেন। পরবর্তী সময়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং বর্তমান শিক্ষামন্ত্রী বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের নিয়োগের বিষয়ে পজিটিভ দিক থেকে ভাবছেন। বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের সমস্যা সমাধানের জন্য চল্লিশ দিন সময় নিয়েছিলেন কমিশন। কিন্তু উক্ত সময় অনেক দিন আগেই অতিক্রান্ত হয়ে গিয়েছে বলে ধর্ণারত বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীগণ জানিয়েছেন। 



তারা জানিয়েছেন চল্লিশ দিন অতিক্রান্ত হওয়ার পথে তা সত্ত্বেও কমিশন কোনো রকম সদিচ্ছা দেখাচ্ছে না বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের নিয়োগের বিষয়ে। তাই বাধ্য হয়ে বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীগণ কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে তৃতীয় বারের জন্য ধর্ণা চালিয়ে যাচ্ছেন। আজকে ধর্ণা মঞ্চে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ও আয়োজন করেছিলেন ধর্ণারত বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীগণ জানিয়েছেন। 



ধর্ণা মঞ্চের স্টেট কো- অর্ডিনেটর সুদীপ মন্ডল জানিয়েছেন যে দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে অন্যায় হয়, সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান রাজ্যের মাননীয়া। গান্ধী মূর্তির পাদদেশে যে সকল বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীগণ ধর্ণা চালিয়ে যাচ্ছেন তারাও কৃষক পরিবার গুলির সন্তান। স্কুল সার্ভিস কমিশনের অস্বচ্ছ নিয়োগ এবং বিবিধ দুর্নীতির কারণে ধর্ণারত মেধাতালিকা ভুক্ত শিক্ষক পদপ্রার্থীগণ বঞ্চিত হয়েছেন এবং চাকরিতে এখনও নিয়োগপত্র পাননি। আজ ধর্ণারত বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীগণ একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামের আয়োজন করেছিলেন। দিল্লির কৃষক আন্দোলনের নেতৃত্বদানকারীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং দিল্লির কৃষক আন্দোলনের নেতৃত্বগণকে পশ্চিমবঙ্গের কৃষক পরিবারগুলির ধর্ণারত মেধাতালিকা ভুক্ত অথচ বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের পাশে দা্ঁড়ানোর জন্য আবেদন রেখেছেন এবং উক্ত নেতৃত্বগণকে স্পিডপোষ্টে চিঠি পাঠিয়েছেন। 



একই সাথে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ২০১৯ সালে কলকাতার প্রেসক্লাবের সামনে দেওয়া প্রতিশ্রুতি কার্যকর করার জন্য আবেদন রেখেছেন। ধর্ণারত বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীগণ পশ্চিমবঙ্গের কৃষক পরিবার গুলির সন্তান। কৃষকদের সমর্থন করেন মুখ‍্যমন্ত্রী , তবে তাদের সন্তানগণ বঞ্চিত কেন?  মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেন, তা পশ্চিমবঙ্গের বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের কৃষক পরিবার গুলিও দেখতে চান।