ইলেকশন গ্রিভান্স ম্যানেজমেন্ট সিস্টেম, দুপুরে সাংবাদিক বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন
১৯শে ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর আজ দুপুরে সাংবাদিক বৈঠক করল নির্বাচন কমিশন।
কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ। আজ থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু। ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্বর স্ক্রুটিনি শুরু। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কলকাতার ১৪৪টি ওয়ার্ডে হবে ভোট। ৪,৭৪২টি বুথে হবে ভোট। ৩৮৫টি অক্সিলিয়ারি বুথেও হবে ভোটগ্রহণ। ভোট দেবেন ৪০ লক্ষেরও বেশি ভোটার। ভোট হবে ১৯ ডিসেম্বর। পুনর্নির্বাচন হলে, তা হবে ২০ ডিসেম্বর। কলকাতা পুরভোট হবে ইভিএমে।'
পাশাপাশি আরও জানানো হল, 'আজ থেকেই চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বড় মিটিং-মিছিল করা যাবে না। ডোর টু ডোর প্রচারে যেতে পারবেন সর্বাধিক ৫ জন। ভোটে কত পুলিশ মোতায়েন করতে হবে, তা জানাতে বলেছি ডিজি-সিপি-কে। সম্ভবত কলকাতা পুরভোটের গণনা ২১ ডিসেম্বর। হাওড়ায় ভোট নিয়ে এখনও কমিশনকে কিছু জানায়নি রাজ্য।’
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘চালু হল ইলেকশন গ্রিভান্স ম্যানেজমেন্ট সিস্টেম। অভিযোগকারীরা ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊