T20 WC ENG vs NZ: সেমি ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড
চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে গ্রুপ-১'এর এক নম্বর দল ইংল্যান্ডের মুখোমুখি গ্রুপ-২'এর দু'নম্বর দল নিউজিল্যান্ড। টস জিতে কিউয়ি দলনায়ক কেন উইলিয়ামসন প্রথমে ফ্লিডিং করার সিদ্ধান্ত নেন।
আবু ধাবিতে টস হেরে শুরুতে ব্যাটিং করে ওপেন করতে নামেন বেয়ারস্টো ও বাটলার। নিউজিল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন টিম সাউদি। ৫.১ ওভারে অ্যাডাম মিলিনের বলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৩ রান করে দলের ৩৭ রানের মাথায় কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন জনি বেয়ারস্টো। ৮.১ ওভারে জোস বাটলারকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন ইশ সোধি।৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন বাটলার। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৪১ রান করে ১৫.২ ওভারে টিম সাউদির বলে ডেভন কনওয়ের দস্তানায় ধরা পড়েন ডেভিড মালান।১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৭ রান করে জিমি নিশামের বলে স্যান্টনারের হাতে ধরা পড়েন লিয়াম লিভিংস্টোন। ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তুলেছে। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন মইন আলি। ২ বলে ৪ রান করে নট-আউট থাকেন মর্গ্যান।
নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন মার্টিন গাপ্তিল ও ডারিল মিচেল।১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৪ রান করে দলের ৪ রানের মাথায় মইন আলির হাতে ধরা পড়েন মার্টিন গাপ্তিল। ২.৪ ওভারে আদিল রশিদের হাতে ধরা পড়েন কিউয়ি দলনায়ক কেন উইলিয়ামসন। ১১ বলে ৫ রান করেন তিনি। নিউজিল্যান্ড ১৩ রানে ২ উইকেট হারায়। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৪৬ রান করে ১৩.৪ ওভারে লিয়াম লিভিংস্টোনের বলে বাটলারের দস্তানায় ধরা পড়েন ডেভন কনওয়ে। ৪ বলে ২ রান করে ক্রিজ ছাড়েন গ্লেন ফিলিপস। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০ বলে ২৬ রান করে ১৭.৬ ওভারে আদিল রশিদের বলে ইয়ন মর্গ্যানের হাতে ধরা পড়েন জিমি নিশাম।জয়ের জন্য সেষ ২ ওভারে ২০ রান দরকার ছিল নিউজিল্যান্ডের।ক্রিস ওকসের ১৯তম ওভারেই ২০ রান তুলেই ১ ওভার বাকি থাকতে ৫ উইকেটে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। ওপেনার ডারিল মিচেল ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। ১ বলে ১ রান করে নট-আউট থাকেন মিচেল স্যান্টনার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊