IFFI Award 2021: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে ভূষিত হবেন হেমা মালিনী ও প্রসূন জোশী
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে ভূষিত হবেন হেমা মালিনী ও প্রসূন জোশী। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (International Film Festival Of India) 'ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার' (Indian Film Personality Of The Year) সম্মানে ভূষিত হবেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini) ও সিবিএফসি চেয়ার পার্সন (CBFC Chairperson) প্রসূন জোশী (Prasoon Joshi)।
“ভারতীয় সিনেমার ক্ষেত্রে হেমা মালিনী এবং প্রসূন জোশীর অবদান কয়েক দশক ধরে ছড়িয়ে পড়েছে এবং তাদের কাজের শরীর প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মুগ্ধ করেছে। তারা ভারতীয় সিনেমাটিক আইকন যারা বিশ্বজুড়ে প্রশংসিত এবং সম্মানিত,” মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন।
ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে নুসরত ভারুচার (Nushrratt Bharuccha) আগামী ছবি 'ছোরি'-র (Chhorii)। বৃহস্পতিবার আমাজন প্রাইমের তরফে ঘোষণা করা হয়েছে এমনটাই। বিশাল ফুরিয়া পরিচালিত 'ছোরি' ছবিটি IFFI-তে দেখানো হবে ২৫ নভেম্বর, প্রাইম ভিডিওয় ছবিমুক্তির ঠিক একদিন আগে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊