ঘরের মাঠে বোর্ড সভাপতি হিসেবে অনন্য সম্মান! 'ইডেন বেল' বাজাবেন BCCI সভাপতি Sourav Ganguly




Sourav Ganguly






২১ নভেম্বর নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি (T20) ম্যাচ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি হব্র ভারত। সেই ম্যাচ শুরু হওয়ার আগে 'ইডেন বেল' বাজাবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।




২০১৫ সালে সিএবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালে ক্লাব হাউসের লোয়ার টিয়ারে 'ইডেন বেল' বসিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।




ক্রিকেটের নন্দন কাননে ২০১৬ সালের নভেম্বরে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টে উদ্বোধন হয় ইডেন বেলের যা প্রথমবার বাজিয়েছিলেন কপিল দেব। এরপর সুনীল গাভাসকর, নাসির হুসেন, মহম্মদ আজহারউদ্দিন, বিস্বনাথন আনন্দ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় 'ইডেন বেল' বাজিয়েছিলেন।




এবার সেই বেল বাজাবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।