কালী পূজার (kali puja) শুভেচ্ছা জানান প্রিয়জনকে, Free Download Digital Greeting , share on facebook, whatsapp, instagram, twitter
ভূত চতুর্দশীর (bhoot chaturdashi) পর দিন দীপান্বিতা অমাবস্যা (dipanwita amavasya)। মহাশক্তি মা কালীর পূজার (kali puja) দিন ।
আমাদের এই দেহ পঞ্চভূতের সমষ্টি। আকাশ, ভূমি, জল, অনল, পবন । দেহান্তে শ্মশানে দেহ দাহ হলে এই শরীর পঞ্চভূতে বিলীন হয় । সুতরাং এই পঞ্চভূতের শরীর কে নশ্বর জ্ঞানে এই দিনটি পবিত্র ভাবে থেকে চৌদ্দ শাক ভক্ষণ করে, সন্ধ্যায় ধর্মরাজের নামে প্রদীপ উৎসর্গ করে পরের দিন মা কালীর উপাসনায় ব্রতী হবার শিক্ষা দেয়।
মা কালীর পূজায় বাংলার ঘরে ঘরে জ্বলে উঠে মাটির প্রদীপ। যেনো সমস্ত অন্ধকার ভেদ করে সকলে মগ্ন হয় আলোর তপস্যায়।
এই শুভক্ষণে প্রিয়জনকে শুভেচ্ছা জানান ডিজিটাল গ্রেটিংস (digital greeting) দিয়ে। facebook, whatsapp, instagram, twitter এ শেয়ার করুন আপনার শুভেচ্ছা ।
6 মন্তব্যসমূহ
Happy diwali 🎉😊
উত্তরমুছুনHappy diwali ✨
উত্তরমুছুনHappy diwali to all✨✨
উত্তরমুছুনHappy diwali to alll ✨💐💐
উত্তরমুছুনশুভ দীপাবলি
উত্তরমুছুনHappy Diwali
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊