দুয়ারে রেশন সফল বাস্তবায়নে একাধিক উদ্যোগ নিল রাজ্য সরকার





বিধানসভা নির্বাচনী ইস্তেহারে রাজ্য শাসক দল তৃণমূলের কংগ্রেসের তরফে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করে। বিধানসভা নির্বাচনে জয়ের পর অন্যান্য প্রতিশ্রুতির পাশাপাশি দুয়ারে রেশন প্রকল্প নিয়েও উদ্যোগী হয় রাজ্য সরকার। দুয়ারে রেশন সফল বাস্তবায়নে একাধিক উদ্যোগ নিল রাজ্য সরকার।



নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেন।



এদিন তিনি বলেন, প্রতি মাসে ১০ কোটি মানুষ নির্দিষ্ট দিনে বাড়িতে বসে রেশন পাবেন। আর এরজন্য রাজ্যের সব রেশন দোকানে প্রায় ৪২ হাজার চাকরি হবে। ডিলারদের লোক নিতে উৎসাহিত করতে দোকানের কর্মচারীদের মাইনের অর্ধেক দেবে রাজ্য সরকার, বলেও জানান তিনি। কর্মচারীদের মাসিক বেতন হবে মাসে দশ হাজার টাকা।


পাশাপাশি পাশাপাশি দুয়ারে রেশনের ডিলারশিপ নিতে ডিলারদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারে উৎসাহিত করতে ডিলারকে ১ লক্ষ টাকা দেবে রাজ্য।দুয়ারে রেশনের জন্য ডিলারশিপ নিতে উৎসাহিত করার জন্য ৫ লক্ষ থেকে কমিয়ে ডিলারশিপ মূল্য ১ লক্ষ করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


পাশাপাশি দুয়ার রেশনের জন্য ডিলারদের কুইন্টাল প্রতি কমিশন বৃদ্ধি করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শুধুমাত্র পশ্চিমবঙ্গই এমন রাজ্য যেখানে দুয়ারে রেশনের মতো প্রকল্প রয়েছে বলে জানান তিনি।