দল বিরোধী কাজের জের বহিষ্কার করা হল দিনহাটার তৃণমূল নেতা নুর আলমকে
একুশের বিধানসভা নির্বাচনে জয়ের রেকর্ড গড়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু উত্তরবঙ্গে দলের ফল তেমন ভালো হয়নি। এদিকে কোচবিহার জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের দুটিতে জেতে তৃণমূল পরে উপনির্বাচনে আরো একটি জয় হয় তৃণমূলের। মেখলিগঞ্জ, সিতাই ও দিনহাটা বিধানসভা তৃণমূলের দখলে। ফলে কোচবিহারে ধীরে ধীরে নিজের ঘাঁটি শক্ত করতে নজর দিচ্ছে তৃণমূল।
পুরোনো ঘাঁটির পুনরুদ্ধারের সেই কাজে সমস্যার কথা তৃণমূল সূত্রে রাজ্য নেতৃত্ব জানতে পারে বলে খবর। এরপর রাজ্য নেতৃত্ব অঞ্চল গুলিতে অনাস্থা আনা যাবে না বলেই জানিয়ে দেয়। এই সিদ্ধান্ত অনুযায়ী কোচবিহার ১ নম্বর ব্লক এবং তুফানগঞ্জ এলাকায় বেশ কিছু অনাস্থা প্রস্তাব থেকে সরে আসে তৃণমূল নেতৃত্বরা। কিন্তু সিতাই বিধানসভা এলাকায় এই সিদ্ধান্তের পরেও অনাস্থা হয় ও অনাস্থা প্রস্তাব এখনো কার্যকর রয়েছে। যার পিছোনে রয়েছে তৃণমূল নেতা নুর আলম হোসেন এমনটাই দলীয় তদন্তে উঠে এসেছে বলে জানা যায়।
এরপরেই শনিবার সাংবাদিক বৈঠক ডেকে দল থেকে নুর আলম হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন এবং জেলা তৃণমূল চেয়ারম্যান উদয়ন গুহ। সাংবাদিক বৈঠকে তারা দাবি করেন, দল বিরোধী কাজ নিয়ে একাধিক অঞ্চল থেকে অভিযোগ পেয়ে রাজ্য নেতৃত্বের সাথে আলোচনার পর নুর আলম হোসেনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনের দল বিরোধী কাজ করলে কেউ রেহাই পাবে না বলেও জানিয়ে দেন তাঁরা।
6 মন্তব্যসমূহ
গুরুত্তপূর্ণ খবর ।।
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনImportant news
উত্তরমুছুনImportant news
উত্তরমুছুনgood news
উত্তরমুছুনImportant news
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊