যাকে চিনি দিলে মরে যাবে তাঁকে বিষ দেওয়ার কি দরকার: মিহিরের পা ভেঙে প্রসঙ্গে উদয়ন গুহ

udyan Guha



আমি কাউকেই চ্যালেঞ্জগ ছুড়ে দেইনি। শুধু একটা চ্যানেল বার বার বলছে। যেখানে আমি নিজেই দুর্বল, আমার একটা হাত ভাঙা। বিজেপি হাত ভেঙে দিয়েছে। আমি এই হাতে জোর পাইনি আমি অন্যের পা ভাঙব কি করে। আমাকে দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে। ওঁর পা ভাঙার দরকার কি? যার মুখে চিনি দিলে মরে আবে তাঁকে বিষ দেওয়ার কি দরকার। যার মুখে চিনি দিলে মরে যায় তাঁকে টাকা খরচ করার কি প্রয়োজন।



পাশাপাশি তিনি আরও বলেন, পা ভাঙাটা আমার কথা না। বিএসএফ-কে সমর্থন করে বক্তব্য রেখে বর্ডার এলাকায় গেলে পা ভেঙে দিতেও পারে। বন্ধু হিসেবে ওনাকে সাবধান করেছি। বিগত ৫ বছর বিধানসভায় চুপচাপ শেষ বেঞ্চে বসে ছিলেন এখন হঠাত সামনের বেঞ্চে বসে রাবনের মতো লাফালাফি করছে তাই বলছি একটা পা ভাঙা বেশি লাফালাফি করলে অন্যটাও ভেঙে যেতে পারে।



বর্ডার যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যেতে পারেন বর্ডারে এতে ওনাকে মালায় পড়াতে পারেন আবার রজনী গন্ধার মালাও দিতে পারে কোনটা দেবে সেটা বর্ডারের লোক জানে।



প্রসঙ্গত, ‘মিহির গোস্বামী নিজের এলাকায় যান। হাত-পা ভেঙে দেব।’ বিধানসভায় এই ভাষাতেই কথা বলেছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলে জানা গিয়েছিল।বিএসএফের ক্ষমতাবৃদ্ধির ইস্যুতে বিতর্ক চলাকালীন এই মন্তব্য করেন। যা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে চাপানউতর।