School Hour: পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম! শনিবারেও ফুল স্কুল!
করোনাকালে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর অবশেষে নবম থেকে দশম শ্রেণির পঠন পাঠন শুরু হয়েছে রাজ্যের স্কুল গুলিতে। নতুন নিয়ম নীতি মেনে ১৬ই নভেম্বর থেকে চলছে স্কুল। এর মাঝেই আজ স্কুল খোলার পর প্রথম শনিবার। সাধারনত শনিবার আগে ছিল হাফ স্কুল। দুপুর দুটোয় ছুটি হত স্কুল। কিন্তু আজ সম্পূর্ণ ক্লাস হল স্কুল গুলোতে।
১৬ তারিখ থেকে স্কুল খোলার পর স্কুলের সময়সীমা পরিবর্তন এনেছিল রাজ্য শিক্ষা দপ্তর। করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে সময়ের হেরফের করা হয়। কিন্তু এবার শনিবারও ফুল স্কুল হবে সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি। কিন্তু আজ শনিবার দেখা গেল স্কুল গুলি ছুটি হল ৪টার পর। অর্থাৎ ফুল ক্লাস শেষ করে। যা পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতন নজিরবিহীন ঘটনা বলেই দাবী করছেন অনেক শিক্ষকই।
একাদশ শ্রেণির এক ছাত্রী জানায়, আজ শনিবার হাফ স্কুলের জায়গায় ফুল স্কুল হল। তবে যেহেতু দীর্ঘদিন পর স্কুল খুলেছে ফলে হাফ বা ফুল তেমন ফারাক লাগছে না। ভালোই লাগছে। পুরো ক্লাস হল। প্রত্যেকটা ক্লাস থেকে কিছু না কিছু শিখলাম। যা আমাদের দরকার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊