Latest News

6/recent/ticker-posts

Ad Code

Eurasian Bittern উড়ে এসো পড়লো দিনহাটায়, উদ্ধার করেছে বনদপ্তর

Eurasian Bittern উড়ে এসো পড়লো দিনহাটায়, উদ্ধার করেছে বনদপ্তর

Eurasian Bittern



দিনহাটা এক নম্বর ব্লকের নিগমনগর দ্বিতীয় খন্ড ভাগ্নি এলাকায় রাস্তার পাশে উদ্ধার হয় এক পাখি। একদম অচেনা এই পাখিটিকে দেখতে পান স্থানীয়রা। দেখেই বুঝতে পারেন কোন পরিযায়ী পাখী। কিন্তু সম্পুর্ণ অচেনা।


এলাকার বাসিন্দা জয়ব্রত গোস্বামী নিজ উদ্যোগে পাখীটিকে নিজের বাড়িতে রেখে খবর দেন বন দপ্তর এবং বিজ্ঞান মঞ্চকে।


এরপর সেখানে দ্রুত পৌঁছে যান বিজ্ঞান মঞ্চের সদস্যরা। দ্রুত যোগাযোগ করা হয় স্থানীয় বনদপ্তরের সাথে। গোসানীমারী থেকে বন দপ্তরের লোক এসে উদ্ধার করে নিয়ে যায় পাখিটিকে।


জানা গিয়েছে পাখিটি Eurasian Bittern প্রজাতীর। এটি ইংল্যান্ড, ওয়েলস, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, লিথুয়ানিয়া (মাটিউকাস 1990), ইতালি, বেলারুশ, ইউরোপীয় রাশিয়া, দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা (উত্তর মরক্কো, আলজেরিয়া) আলবেনিয়া, বুলগেরিয়া, তুরস্ক (কাসপারেক 1986), উত্তর থেকে বংশবৃদ্ধি করে। ইরান, কাজাকস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, মঙ্গোলিয়া, উত্তর চীন (সিনকিয়াং থেকে হেইলংজিয়াং), রাশিয়া (সাইবেরিয়া থেকে 64° উত্তর, ইয়াকুটিয়া, আমুরল্যান্ড, উসুরিল্যান্ড, সাখালিন দ্বীপ), উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান (হোক্কাইডো) ক্যাপেনসিস বর্তমানে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা এবং সম্ভবত জাম্বিয়ার নাটাল এবং ট্রান্সভালে দেখা যায়।


Eurasian Bittern



তবে অপ্রজনন সময় কালে তারা আমাদের দেশেও ঘুরতে আসে। বীল বা নদী অঞ্চলে শীতের এই মরশুমে ঘুরতে আসে। শীত কাল শেষ হতেই আবার ফিরে যায় ।


একটি মন্তব্য পোস্ট করুন

9 মন্তব্যসমূহ

  1. পশ্চিমবঙ্গ বিঞ্জান মঞ্চের মাধ্যমে ও জনসাধারণের সচেতনতায় একটি বন্যপ্রাণ রক্ষা পেল

    উত্তরমুছুন
  2. বিজ্ঞান মঞ্চের মাধ্যমে ও জনসাধারণের সচেতনতার জন্য
    একটা বন্যপ্রাণ রক্ষা পেল

    উত্তরমুছুন
  3. বিজ্ঞান মঞ্চের কাজকে সাধুবাদ জানা ই

    উত্তরমুছুন

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code