দুয়ারে রেশন প্রকল্পে (duare ration scheme) অসংখ্য কর্মী নিয়োগ (job) করছে রাজ্য

duare ration scheme



রাজ্যের বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীর ঘরে ঘরে রেশন সামগ্রী পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর ক্ষমতায় এসেই দুয়ারে রেশন প্রকল্পের কথা ঘোষণা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার কোলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি সারা রাজ্যে  শুভ সূচনা করেন দুয়ারে রেশন প্রকল্পের। 

আজ কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক সূচনার মাধ্যমে সারা রাজ্যে চালু হয়ে গেল এই প্রকল্প। এখন থেকে প্রতি মাসে গ্রাহকদের বাড়ি বাড়ি রেশনের সামগ্রী পৌঁছে দেবে রেশন ডিলাররা। পাশাপাশি তিনি জানান এখন থেকে রেশন ডিলাররা ২ জন করে কর্মী রাখতে পারবেন। যার অর্ধেক বেতন দেবে রাজ্য। 

join our telegram channel - Join 

রাজ্যে মোট ২১ হাজার রেশন ডিলার রয়েছেন।  তাহলে মোট কর্মী নিযুক্ত হবে ৪২ হাজার। মুখ্যমন্ত্রী বলেন 'এই কর্মচারীদের বেতন ১০ হাজার টাকা করে হবে। এর অর্ধেক সরকার দেবে বাকি অর্ধেক দিতে হবে রেশন ডিলারদের।