2021 Kali Puja date and puja time
দীপাবলির শুভেচ্ছা জানান প্রিয়জনদের, শেয়ার করুন facebook, whatsapp, twitter , instagram এ, download করুন আপনার পছন্দের greetings ।
প্রাগৈতিহাসিক যুগ থেকে ভারতবর্ষে শক্তি পূজা প্রচলিত। ঐতিহাসিকেরা প্রাগার্য হরপ্পা মহেঞ্জোদারো যুগের নানান দেব মূর্তির নমুনা থেকে মনে করেন, ভারতবর্ষে শক্তি দেবীর পুজো বহু পুরনো । এই শক্তিদেবীই পরবর্তীতে দেবী চণ্ডী রূপে কল্পিত হয়েছে ।
তবে রামায়ণ , মহাভারত , বা প্রাচীন কোন পুরাণ গ্রন্থে 'চন্ডীদেবীর' বা 'চন্ডী' শব্দের কোন উল্লেখ নেই। সেইসব গ্রন্থে শক্তি দেবী হিসেবে দুর্গা, উমা, কালী, করালী, কাত্যায়ানী, হৈমবতী, সতী গৌরী ইত্যাদি দেবীর নাম পাওয়া যায় ।
এই কালী বা কালিকা দেবীর প্রথম ধারণা পাওয়া যায় বেদের রাত্রিসূক্তে । সেখানে এক রাত্রিদেবীর কথা পাওয়া যায় । পরবর্তীতে 'শতপথ ব্রাহ্মণে' রাত্রিদেবীকে 'কৃষ্ণা' ও 'ঘোরা' বলা হয়েছে । তবে 'বৈদিক সাহিত্যে' কালী এই নামটি আমরা প্রথম দেখতে পাই 'মুণ্ডকোপনিষদে' । এখানে কালী যজ্ঞাগ্নির সপ্ত জিহ্বার একটি জিহ্বা -
'কালী করালী চ মনোজবা চ সুলোহিতা যা চ সুধূম্রবর্ণা।স্ফুলিঙ্গিনী বিশ্বরুচী চ দেবী লোলায়মানা ইতি সপ্ত জিহ্বা:।।
'মহাভারতে' ও কালির উল্লেখ আছে অশ্বত্থামা যখন রাত্রিতে পাণ্ডব শিবির এ প্রবেশ করে নিদ্রিত বীরগণকে হত্যা করেছিলেন তখন সেই হন্যমান বীরগণ ভয়ঙ্করী কালীদেবীকে দেখতে পেয়েছিলেন । এই কালীদেবী রক্তাস্যনয়না, রক্তমাল্যানুলেপনা, পাশহস্তা এবং ভয়ঙ্করী ।
'বেদ' , 'উপনিষদ', 'মহাভারতে' কালীর যে ভয়ঙ্কর রূপ দেখতে পাই, 'পুরান', 'উপপুরাণ' , তন্দ্রাদিতে তা আরো বিস্তার লাভ করে । 'তন্ত্রে' কালি ও 'চন্ডদেবী' চামুণ্ডা রূপ এক হয়ে যায় ; কিন্তু এই বিবর্তনের সর্বাপেক্ষা কৌতুকের বিষয় হলো শিবের সঙ্গে কালীর যোগ । শিব কালীর পদে স্থিতা, কালীর এক পা শিবের বুকে ন্যস্ত । এটা কখন ও কিভাবে হয়েছে তা নির্ণয় করা কঠিন । তবে বাংলার লোকসমাজে দেবীর এই রূপই প্রচলিত ।
এবছর ২০২১ এ কালী পূজা হবে ৪ নভেম্বর। অমাবস্যা শুরু হবে ৪ নভেম্বর সকাল ৬ টা ৩ মিনিট থেকে আর শেষ হবে ৫ নভেম্বর ভোর ২ টা ৪৪ মিনিটে।
Kali Puja Nishita Time - 10:55 PM to 11:46 PM
Duration - 00 Hours 51 Mins
Amavasya Tithi Begins - 06:03 AM on Nov 04, 2021
Amavasya Tithi Ends - 02:44 AM on Nov 05, 2021
6 মন্তব্যসমূহ
অনেক সুন্দর।। সকলকে দীপাবলীর শুভেচ্ছা রইল 🥰
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুনKhub vlo laglo
উত্তরমুছুনHappy diwali
উত্তরমুছুনদীপাবলীর শুভেচ্ছা
উত্তরমুছুনHappy diwali
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊