বিনা মাস্কে আসানসোল স্টেশনে প্রবেশ করতেই জরিমানার মুখে পড়লো অনেক যাত্রীই

mask




রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: কোভিডের দ্বিতীয় ঢেউ সামলে দীর্ঘদিন বন্ধ থাকার পর রবিবার থেকে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন পরিসেবা। আর ট্রেন সফরকালে যাত্রীদের মানতে হবে একাধিক বিধিনিষেধ আসানসোলের সিনিয়ার ডিসিএমের। আর তারই অঙ্গ হিসাবে সোমবার সকাল থেকে আসানসোল স্টেশনে শুরু হল মাস্ক অভিযান।

এদিন বিনা মাস্কে ট্রেনে যাত্রা করার অভিযোগে প্রায় ২০ জন যাত্রীকে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে রেলের পক্ষ থেকে।

জানা গেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সিনিয়ার ডিসিএম শান্তনু চক্রবর্তীর নির্দেশে সোমবার থেকেই আসানসোল স্টেশনে চলছে এই মাস্ক অভিযান। এদিন স্টেশনে কতব্যরত টিকিট পরীক্ষকেরা এই মাস্ক অভিযানে সামিল হয়। আর প্রথম দিনেই বিনা মাস্কে ট্রেনে যাত্রা করার অভিযোগে রেলের পক্ষ থেকে একাধিক যাত্রীদের করা হলো জরিমানা।

এদিকে রেলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অনেক যাত্রীই। এদিন এক যাত্রী বলেন, করোনার থেকে দূরে থাকতে হলে মাস্ক পড়া জরুরী। কিন্তু যে সমস্ত মানুষ তা পড়েনা তাদের জন্য রেলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।