Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় সিমেন্ট কিনে পেলেন ১ লক্ষ টাকা নগদ পুরষ্কার

দিনহাটায় সিমেন্ট কিনে পেলেন ১ লক্ষ টাকা নগদ পুরষ্কার  



একেই বলে দীপাবলির ধামাকা অফার (diwali dhamaka offer)। বাড়ির জন্য সিমেন্ট কিনতে গিয়ে পেয়ে গেলেন এক লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে দিনহাটায়। 


এক ব্যাগ সিমেন্ট কিনে একলক্ষ টাকা পেলেন দিনহাটার বামনহাটের এক ব্যাক্তি  ।  নাম, শামসুল ব্যাপারি, বাড়ি বামনহাট দক্ষিন লাউচাপরা গ্রামে। 


প্রসঙ্গত বামনহাট মেহেক  এন্টারপ্রাইজ থেকে এক ব্যাগ সিমেন্ট নিয়ে বাড়িতে যায় সামসুল ব্যাপারি নামে এক ব্যাক্তি। সিমেন্টের ব্যাগ খুলে একটি কুপন পায় সে। 


কুপন হাতে পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেনি শামসুল ব্যাপারি। সেই কুপনে ছিলো  একলক্ষ টাকার  প্রাইজ। 


সাথে সাথে কুপনটি  মেহেক এন্টারপ্রাইজ মালিকের কাছে নিয়ে যায় শামসুল। দীপাবলির মরশুমে আনন্দের ঢেউ শামসুলের পরিবারে। 

জানা গিয়েছে সম্প্রতি স্টার সিমেন্ট কোম্পানি (star cement - kismat ki bori) এই অফারটি চালু করেছে। সিমেন্টের প্যাকেটের ভেতর থাকছে কুপন। আর সেই কুপনে মিলছে নিশ্চিত উপহার।

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code