দল ছাড়তে পারলে সব গুপ্ত কথাই ফাঁস করতে পারতাম: দিলীপের দল ছাড়ার পরামর্শে, পাল্টা খোঁচা তথাগতর






বিধানসভা নির্বাচনের ফলাফলে ব‍্যাপক ভাবে ভরাডুবির পর একের পর এক টুইটে বঙ্গ বিজেপির কার্যত তুলোধনা করেছেন বিজেপির প্রাক্তন রাজ‍্যসভাপতি তথাগত রায়। নিশানা করেছেন দিলীপ ঘোষকেও। এরপর উপনির্বাচনেও হার হয় বিজেপির। তারপর, দিলীপ থেকে কৈলাশ কাউকেই ছাড়েননি তিনি।


গতকাল নাম না করে তথাগত রায় দল ছেড়ে দেওয়ার পরামর্শ দেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা তথাগত রায়ের ধারাবাহিক আক্রমণের জবাব দিয়ে দিলীপ ঘোষ বলেন, কতদিন আর লজ্জা পাবেন, দল ছেড়ে দিন। যাঁরা দলের জন্য কিছুই করেননি, দল সবথেকে বেশি যাঁদের দিয়েছে, তাঁরাই দলের সবথেকে বেশি ক্ষতি করেন। এটাই দুর্ভাগ্য আমাদের।


উত্তরসূরীকে বিঁধে পাল্টা তথাগত রায় ট্যুইটে লেখেন, এর জবাব দিলীপ ঘোষ বুঝতে পারবেন না, তাই পণ্ডশ্রম করে লাভ নেই। এই মন্তব্যকে আমি বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছি না।


দল ছাড়ার কথায় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগতর ট্যুইট, ‘আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না। এই অবস্থাতেই যাত্রায় বিবেকের ভূমিকা পালন করে যাব। দল ছাড়তে পারলে সব গুপ্ত কথাই ফাঁস করতে পারতাম।কিন্তু এখনই তা হচ্ছে না।’