SBI ATM New Rules: ATM থেকে টাকা তোলার সময় কীভাবে কাজ করবে OTP, জানিয়ে দিল SBI
অনলাইনে ব্যাঙ্ক প্রতারণার ঘটনার ক্রমবর্ধমান বৃদ্ধি ঠেকাতে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ধারাবাহিকভাবে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে। এটিএম প্রতারণা এড়াতে ওটিপি (OTP) নিয়ম চালু করল স্টেট ব্যাঙ্ক(SBI)। এই নিয়মে টাকা তোলার সময় অ্যাকাউন্টে লিঙ্ক থাকা মোবাইল নম্বরটি সাথে থাকতে গ্রাহকের।
এসবিআই তাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এই নিয়মের কথা জানিয়েছে। এই নিয়ম এসবিআই- এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এসবিআই সোশাল মিডিয়ায় জানিয়েছে, এসবিআই এটিএমে লেনদেনের ক্ষেত্রে আমাদের ওটিপি ভিত্তিক টাকা তোলার পদ্ধতি প্রতারকদের বিরুদ্ধে ভ্যাকসিনেশনের মতো। প্রতারণা থেকে আপনাদের সুরক্ষিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
কীভাবে কাজ করবে এই ওটিপি নিয়ম?
-গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে
-কোনও একটি লেনদেনের জন্য গ্রাহকদের অথেনটিকেশেনের জন্য চার অঙ্কের নম্বর
-এই নিয়ম এসবিআই কার্ড হোল্ডারদের অনুমোদিত লেনদেন থেকে এসবিআই কার্ড হোল্ডারদের সুরক্ষিত করবে।
-এটিএমে ডেবিট কার্ড, পিন ও কতা টাকা তোলা হবে, তা ইনসার্ট করার পর ওই ওটিপি এন্টার করতে বলা হবে। মোবাইল নম্বরে আসা ওটিপি এন্টার করলে তবেই মিলবে টাকা।
মনে করা হচ্ছে এই নিয়মের ফলে প্রতারণা চক্র থেকে রক্ষা পাবে গ্রাহকরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊