পেট্রল ডিজেলের দাম অন্য রাজ্যে কমলেও কেন বাংলায় কমানো হচ্ছে না তার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী
পেট্রল ডিজেলের দাম অন্য রাজ্যে কমলেও কেন বাংলায় কমানো হচ্ছে না তার প্রতিবাদে মঙ্গলবার জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন ৩নম্বর ঘুমটি এলাকার একটি পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ জলপাইগুড়ি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ সহ সহ কর্মী সমর্থকদের।
বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ সহ এই বিক্ষোভে সামিল হন দলের কর্মী সমর্থকরা।
বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষের অভিযোগ, যখন কেন্দ্র সরকার পেট্রল ডিজেলের দাম কমিয়েছে, সেই পথ অনুসরণ করে দাম কমিয়েছে বেশ কয়েকটি রাজ্যে। অথচ কেন বাংলার তৃণমূল সরকার এই ক্ষেত্রে ছাড় ঘোষণা করছে না।
অবিলম্বে পেট্রল ডিজেলের ওপর ভ্যাট ছাড়ের দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊