Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডুয়ার্সের ঝুমুর নদীতে ভেসে এলো বাদ্যকরের মৃতদেহ, যা নিয়ে চাঞ্চল্য সমগ্র এলাকায়

ডুয়ার্সের ঝুমুর নদীতে ভেসে এলো বাদ্যকরের মৃতদেহ, যা নিয়ে চাঞ্চল্য সমগ্র এলাকায়





সোমবার সকালে জলপাইগুড়ি জেলার বানারহাট থানার দক্ষিন ধন্দাশীমলা এলাকার ঝুমুর নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে প্রচুর মানুষের ভিড় জমে যায়। 



এদিন স্থানীয় বাসিন্দারা সকালবেলা ঝুমুর নদীতে ভাসতে দেখে একটি দেহ। খবর পেয়ে মৃতের পরিবারের লোকেরা ছুটে আসে। মৃতের নাম রাত্রিয়া ওরাও(৫০)।পেশায় ঢোলক বাদক। 



মৃতের স্ত্রী বিরসা বালা জানান গত দুইদিন থেকেই বাড়িতে ফেরেনি রাত্রিয়া। অধিবাসী সম্প্রদায়ের দুমডুমি যাত্রায় বাজনা বাজাতে গিয়ে আর বাড়ি ফিরেনি।কিন্তু আজ সকালে নদীতে ভাসতে দেখে মৃতদেহ। 



খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ। পুলিশ মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে স্থানীয় লোকজন মৃত্যুর রহস্য নিয়ে বিভিন্ন মত প্রকাশ করছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। সংসারের একমাত্র উপার্জনকারীর এভাবে মৃত্যুতে যাওয়ায় রীতিমতো সমস্যায় পরিবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code