SSC Group D মামলায় হলফনামা জমা দিতে হোঁচট, পরে সংশোধিত হলফনামা জমা দেয় SSC
আদালতে হলফনামা জমা দিতে গিয়েও হোঁচট খেল SSC, প্রথমে ফিরিয়ে পরে সংশোধিত হলফনামা জমা নিল হাইকোর্ট। স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় গতকাল কমিশনকে তীব্র ভর্ৎসনা করে হাইকোর্ট। এরপর আজ হলফনামা জমা দিতে গিয়ে হোচট খেতে হয় SSC -কে। এরপর সংশোধিত হলফনামা জমা নেয় আদালত।
মধ্যশিক্ষা পর্ষদকে মামলায় যুক্ত করার নির্দেশ হাইকোর্টের। বিতর্কিত চাকরিপ্রাপকদের তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদকে। আরও ৫০০ বিতর্কিত চাকরিপ্রাপককে মামলায় যুক্ত করার নির্দেশ। সোমবার হাইকোর্টে মধ্যশিক্ষা পর্ষদের হলফনামা তলব।
আদালতের নির্দেশ, ‘বিতর্কিত নিয়োগের সুপারিশপত্র কীভাবে পেয়েছিলেন অভিযুক্তরা? কীভাবে, কবে সুপারিশপত্র পেয়েছিল পর্ষদ?’ তা জানাতে হবে। ৫ আঞ্চলিক কমিটির সচিবের নামও হলফনামায় উল্লেখের নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৬ সালে স্কুলে গ্রুপ ডি নিয়োগে ২০১৯-এ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও প্যানলে থেকে কয়েকজনকে নিয়োগপত্র দেওয়ার অভিযোগে মামলা হয় আদালতে। সেই মামলার শুনানিতে বুধবার আদালতে কমিশনের তরফে জানানো হয়, ২৫ জনের নিয়োগের সুপারিশপত্র ভুয়ো। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর কাউকে কমিশনের তরফে নিয়োগের সুপারিশ করা হয়নি। কমিশনের এই বক্তব্যকে হলফনামা আকারে জমা দিতে বলে আদালত। কিন্তু বৃহস্পতিবার সেই হলফনামা প্রথমে গ্রহন করেনি কলকাতা হাইকোর্ট। পরে আধ ঘন্টা সময় দেওয়া হয় নতুন হলফনামা জমা দেওয়ার পরে সংশোধিত হলফনামা জমা করে কমিশন।
মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘কমিশনের দেওয়া হলফনামা তথ্যপ্রমাণের ভিত্তিতে দেওয়া হয়নি।’ পরে এই বক্তব্যকেই মান্যতা দেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊