T20 WC, IND vs AFG: আফগানিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠল ভারত! দাঁড় করালো বিশাল টার্গেট!
আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়লো বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মঞ্চে কার্যত বিদায়ের পথে ভারত। গত দুটো ম্যাচেই হার হয়েছে কোহলি বাহিনীর।
এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। এদিন ব্যাট করতে নেমেই আগ্রাসী ব্যাটিং উপহার দিল টিম ইন্ডিয়া। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে এদিন ওপেন করতে নামেন রোহিত শর্মা। ওপেনিং জুটি ভাঙতেই ১৪ ওভার ৪ বল খরচ করতে হয়েছে আফগানিস্তানকে। আর এই সময়েই ১৪০ রানের পার্টনারশিপ গড়ে রাহুল-রোহিত। ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭৪ রান করে করিম জানাতের বলে মহম্মদ নবির হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১৬.৩ ওভারে গুলবদিন নায়েবের বলে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৬৯ রান করে বোল্ড হন রাহুল। ১৪৭ রানের মাথায় রাহুলকে হারায় ভারত।
বাকি ম্যাচ এগিয়ে নিয়ে যান পন্থ ও হার্দিক।
ভারত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২১০ রান তুলেছে। পন্ত ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। পান্ডিয়া ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ৩৫ রান করে নট-আউট থাকেন। জয়ের জন্য আফগানিস্তানের দরকার ২১১ রান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊