'আমি তোর শোভন, তুই আমার বৈশাখী', শোভন বৈশাখীর প্রেম নিয়ে অনীকের গানে শোরগোল নেটপাড়া





বাংলার রাজনীতিতে শোভন বৈশাখীর প্রেম নতুন কিছু নয়। সবার জানা। ব্যক্তিগত জীবন ও তাঁদের প্রেম নিয়েই চর্চার কেন্দ্রবিন্দুতে সবসময় থাকেন যুগল। এবার তাঁদের প্রেম নিয়ে গান বাঁধলেন সংগীতশিল্পী অনীক ধর।



'আমি তোর শোভন, তুই আমার বৈশাখী' অনীকের এই গান ইতিমধ্যে ভাইরাল নেট পাড়ায়। গানের সুর ও কথা অনীকেরই। গেয়েছেনও নিজেই। ভিডিওতে শোভনের চরিত্রে অভিনয় করেছেন নিজেই অন্যদিকে বৈশাখীর চরিত্রে দেখা গেল স্নেহা কর্মকারকে।



দীপাবলি উপলক্ষেই অনীকের এই গানে কখনও ধুতি পাঞ্জাবী বেনারসিতে আবার কখনও কালো পোশাকে সেজেছেন তিনি। এই মুহূর্তে ঐতিহাসিক প্রেমের জুটির তালিকার একদম শীর্ষে শোভন-বৈশাখী আর তাই দর্শকদের জন্য এই গান বেঁধেছেন তিনি বলেই জানিয়েছেন অনীক ।