Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাস ও টোটো চালকদের বচসা, বাস চালককে মারধরের অভিযোগ টোটো চালকদের বিরুদ্ধে

বাস ও টোটো চালকদের বচসা, বাস চালককে মারধরের অভিযোগ টোটো চালকদের বিরুদ্ধে

allegations of beating the bus driver against Toto drivers


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: যাত্রী তোলাকে কেন্দ্র করে বাস কর্মী ও টোটো চালকের মধ্যে বচসা ও তার জেরদ মারামারির ঘটনা ঘটলো বার্নপুরে। 

জানা গেছে বুধবার সকালে বার্নপুর বাস স্ট্যান্ডে যাত্রী তোমাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। যার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বার্নপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।  

এদিন বার্নপুর বাসস্ট্যান্ডে যাত্রী তোলা নিয়ে বাস কর্মী ও টোটো চালকের মধ্যে বচসা শুরু হয়। আর তা থেকেই ঘটে হাতা হাতির মতো ঘটনা। এদিকে এঘটনার জেরে এক বাস কর্মীকে মারধরের অভিযোগ ওঠে এক টোটো চালকের বিরুদ্ধে। 

এদিকে এঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বার্নপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তারাই দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এই ঘটনায় যুক্ত টোটো চালককে ইতিমধ্যে আটক করেছে পুলিশ বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code