Latest News

6/recent/ticker-posts

Ad Code

চিত্রনায়িকা পরীমনির ফ্যানদের জন্য আনন্দের খবর

চিত্রনায়িকা পরীমনির (porimoni) ফ্যানদের জন্য আনন্দের খবর 

porimoni



বাংলাদেশের চিত্র নায়িকা পরীমনি (porimoni) এখন ব্যস্ত শিডিউলে। একাধিক ছবি মুক্তির অপেক্ষায়। তবে পরীমনির ফ্যানদের জন্য রয়েছে আনন্দের খবর। 

অনলাইনে বিনামূল্যে দেখা যাবে চিত্র নায়িকা পরীমনির 'স্ফুলিঙ্গ' । তৌকীর আহমেদ পরিচালিত 'স্ফুলিঙ্গ' সিনেমাটি পরীমনির মুক্তিপ্রাপ্ত এই বছরের শেষ সিনেমা।

porimoni



সিনেমাটি মুক্তির প্রায় ৮ মাস পর দেখা যাবে অনলাইনে। আগামী ৩ ডিসেম্বর ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'টফি'তে উন্মুক্ত করা হবে সিনেমাটি।

porimoni



এছাড়াও আগামী বছরের ২১ জানুয়ারি মুক্তি পাবে পরীমনি অভিনীত 'মুখোশ' সিনেমা । এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত 'গুনিন' ও 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' নামের দুটি সিনেমা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code