Latest News

6/recent/ticker-posts

Ad Code

রবি ও বোরো চাষে জলসেচ নিয়ে বড় ঘোষনা, খুশির হাওয়া কৃষক মহলে

রবি ও বোরো চাষে জলসেচ নিয়ে বড় ঘোষনা, খুশির হাওয়া কৃষক মহলে





সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :- 


রবি ও বোরো চাষে পর্যাপ্ত পরিমাণে সেচের জল মিলবে কিনা তা নিয়ে চাষি মহলে ছিলো জল্পনা। সেই জল্পনার অবসান ঘটিয়ে সোমবার বর্ধমান সার্কিট হাউসে পাঁচ জেলার সভাধিপতি ও পূর্ব বর্ধমান জেলা শাসক কে নিয়ে বৈঠক সারলেন ডিভিশনাল কমিশনার বিজয় ভারতী।




বৈঠকে ঠিক হয় রবি চাষে ৫০ হাজার একর জমিতে ৭০ হাজার কিউসেক জল ছাড়া হবে।৩১শেডিসেম্বর থেকে ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত মিলবে রবি চাষে জল ।আর ২৭ জানুয়ারী থেকে মিলবে বোরো চাষের জল। প্রশাসনের এই ঘোষনায় খুশি রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমান সহ মোট পাঁচ জেলার চাষিরা ।




বর্ধমান সার্কিট হাউসে বৈঠকের শেষে ডিভিশনাল কমিশনার বিজয় ভারতী বলেন রবি ও বোরো চাষে জল ছাড়ার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় দুই বর্ধমান সহ হুগলি, হাওড়া,ও বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি দের নিয়ে বৈঠক হয়।বৈঠকে সিদ্ধান্ত হয় ৩১শেডিসেম্বর থেকে ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত মিলবে রবি চাষে জল ।আর ২৭ জানুয়ারী থেকে মিলবে বোরো চাষের জল।১লক্ষ ৯,৩২১ একর জমির জন্য ৩ লক্ষ ৩০ হাজার একর ফুট জলের পরিমান।




জেলাপরিষদের সভাধীপতি শম্পা ধারা বলেন বন্যা হওয়ার কারনে গত বছরের তুলনায় এবছর ডিভিসিতে জল অনেক কম আছে।তাই এবছর চাষের ক্ষেত্রে গত বছরের তুলনায় এবছর জল কম ছাড়া হবে। এটা সকলকে মেনে নিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code