Redmi Note 10 Lite: দুর্দান্ত ফিচারস নিয়ে হাজির Redmi Note 10 Lite





Redmi10 লাইনআপের পরবর্তী স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করল Redmi Note 10 Lite।

Xiaomi লঞ্চ করা এই ফোনে Qualcomm Snapdragon 720G SoC প্রসেসরের সঙ্গে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। Redmi Note 10 Lite -র স্পেসিফিকেশন এবং ফিচার জেনে যাওয়া যাক-

6.67-ইঞ্চি FHD+ (1,080×2,400 pixels) IPS ডিসপ্লে

কর্নিং গরিলা গ্লাস 5

octa-core Qualcomm Snapdragon 720G প্রসেসর

Adreno 618 GPU, 6GB RAM এবং 128GB ইন্টারন্যাল স্টোরেজের সঙ্গে

কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ,

48MP প্রাইমারি সেন্সর

রয়েছে 8MP ওয়াইড অ্যাঙ্গেল শুটার,

5MP ম্যাক্রো ক্যামেরা,

2MP ডেপথ সেন্সর। সেলফি এবং

ভিডিও কলিং-এর জন্য থাকছে 16MP ফ্রন্ট ফেসিং সেলফি সেন্সর।

5,020mAh -এর বড় ব্যাটারির সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট।

উন্নত কানেক্টিভিটির জন্য এই মডেলে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac,

Bluetooth v5.0, GPS/A-GPS, NavIC, এবং একটি USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক।

সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।




২রা অক্টোবর থেকে এই মডেল পাওয়া যাচ্ছে। Mi.com এবং Amazon.in-এ গিয়ে শপিং করে নিতে পারেন আপনি। 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ১৩,৯৯৯ টাকা। এই মডেলের 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পরবে ১৫,৯৯৯ টাকা। এবং 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা।




পাঁচটি কালার ভ্যারিয়েন্টে Redmi Note 10 Lite স্মার্টফোনে Aurora Blue, Champagne Gold, Glacier White, এবং Interstellar Black এই চারটি কালার অপশন থাকছে নতুন Redmi Note 10 Lite ফোনে।