রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী,বললেন শুভেন্দু অধিকারী




সুজিত মণ্ডল


শনিবার কাঁকটিয়া বাজারে বিজেপির শহীদ মাতঙ্গিনী মন্ডল 2 এর উদ্যোগে সেবা সপ্তাহ ও রক্ত দান শিবিরের উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে শুভেন্দু অধিকারী। 


মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার সফর নিয়ে বিরোধী দলনেতার কটাক্ষ। এই পুরো বন্যার জন্য উনিই দায়ী। 30 থেকে40 বছর ধরে বিমর্ষ কাজ হয় উনি সেই কাজ করেননি। এইমুখ্যমন্ত্রী ভাতা দেওয়া ব্যস্ত। উনি সম্পূর্ণভাবে দায়ী। উনি ভবানীপুর উপ নির্বাচন ব্যস্ত ছিলেন। জন্য এই ঘটনা ঘটেছে। এলাকাগুলো ভেঙেছে সেগুলো ডিভিসি জল ছাড়ার জন্য হয়নি বাঁধ ভাঙার জন্য এই অবস্থা হয়েছে।

মুখ্যমন্ত্রীর ম্যানমেড বন্যা নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী কে। ভবানীপুরে ভোটের জন্য।উনি মুখ্যমন্ত্রী চেয়ার বাঁচানোর জন্য 50 লক্ষ মানুষকে ভাসিয়েছেন এত বড় অপরাধ করেছেন ঈশ্বর অনাকে মাপ করবে না।

ভিডিও দেখুন