Latest News

6/recent/ticker-posts

Ad Code

World Teachers’ Day । We are present, we remember, we take action। বিশ্বের কোন কোন দেশে আজ শিক্ষক দিবস পালন হচ্ছে জানেন কি?

বিশ্বের কোন কোন দেশে আজ শিক্ষক দিবস পালন হচ্ছে জানেন কি?


World Teachers’ Day



আমাদের দেশে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়, কিন্তু ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসাবে উদ্‌যাপিত হয়।

১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর তারিখ বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।

ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।

বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল (Education International - EI) ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।

আজ বিশ্বের যে সমস্ত দেশে শিক্ষক দিবস পালন করা হচ্ছে-
আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, বুলগেরিয়া, ক্যামেরুন, এস্তোনিয়া, জার্মানি, লিথুয়ানিয়া, ম্যাকেডুনিয়া, মালদ্বিপ, মরিশাস, রিপাবলিক অফ মলদফ, মঙ্গোলিয়া, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, কুয়েত, কাতার, রোমানিয়া, রাশিয়া, সার্বিয়া, সংযুক্ত আরব আমিরাত প্রভৃতি। মোট ২৫ টি দেশ ৫ অক্টোবর শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকে। 

World Teachers’ Day: We are present, we remember, we take action

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code