FB, WP, INSTA Crash: বিশ্বজুড়ে সাইট ক্রাশে কতটা ক্ষতি মার্ক জুকারবার্গের?





গতকাল বিশ্বজুড়ে জনপ্রিয় সোশ‍্যাল মিডিয়া ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইন্সটাগ্রাম ডাউন হয়ে যায় কয়েক ঘন্টার জন‍্য। আর এই কয়েক ঘন্টায় প্রায় $ 7 বিলিয়ন ক্ষতি হয়েছে ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গের।




Bloomberg’s Scott Carpenter -অনুসারে এই ক্ষতিতে বিশ্বের বিলিয়নারী তালিকা তিন থেকে পাঁচে নেমে এসেছে মার্ক জুকারবার্গ।




উল্লেখযোগ্যভাবে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারের মতো সোশ্যাল মিডিয়া জায়ান্ট অ্যাপস গতকাল হঠাৎই ডাউন হয়ে যাওয়ায় ফেসবুক আইএনসি থেকে অনেক কোম্পানি তাঁদের অ্যাড সড়িয়ে নিয়েছে বলে জানাচ্ছে রিপোর্ট।




এর আগে, তিনি ব্লুমবার্গের বিলিয়নেয়ার সূচকে তৃতীয় স্থানে ছিলেন। ব্লুমবার্গের মতে, সোমবার ফেসবুকের শেয়ার 5% কমেছে, যা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে 15% হ্রাস পেয়েছে।




উল্লেখ‍্য, দীর্ঘ ছয় ঘন্টা ডাউন থাকার পর ফের সোশ‍্যাল মিডিয়া জায়ান্টগুলি সচল হয়েছে।