Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছুটির দিন বদল, নয়া তারিখ ঘোষনা রাজ‍্যের

ছুটির দিন বদল, নয়া তারিখ ঘোষনা রাজ‍্যের






ছট পুজোর ছুটিতে সামান‍্য বদল আনল রাজ‍্য সরকার। প্রাথমিকভাবে ছট পুজো উপলক্ষে নভেম্বরের ৯ ও ১০ তারিখ ছুটি ঘোষনা করা হলেও তা পাল্টে ১০ ও ১১ নভেম্বর করা হল।




রাজ‍্য সরকারের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী ৯ ও ১০ই নভেম্বর ছট পুজোর ছুটি। কিন্তু সোমবার অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ছটপুজো উপলক্ষ্যে ১০ নভেম্বর (বুধবার) ছুটি থাকছে। সেইসঙ্গে বাড়তি হিসেবে ১১ নভেম্বর (বৃহস্পতিবার) ছুটি দেওয়া হয়েছে।




অর্থাৎ, ছুটির তালিকা অনুসারে ১০ তারিখ ছুটি পূর্ব নির্ধারিত তালিকা থেকেই আর ৯ তারিখের ছুটির দিন পাল্টে করা হল ১১ তারিখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code