Vaccination Anthem: নয়া কৌশলে প্রচার! ১০০ কোটি লক্ষ্য পূরণের আগেই মুক্তি পেল ভ্যাকসিনেশন অ্যান্থেম
করোনার ভয়াল গ্রাস থেকে বাঁচতে ভ্যাকসিনেশন জরুরী। ভারত জুড়ে ইতিমধ্যে শুরু হয়েছে টীকাকরণ কর্মসূচি। হয়তো এই সপ্তাহেই একশো কোটি ভ্যাকসিনেশন হয়ে যাবে। একশো কোটি লক্ষ্য পূরণের আগেই বিশেষ গান প্রকাশ করলো কেন্দ্র।
আর একে হাতিয়ার করে আসন্ন লোকসভার প্রচার শুরু করে দিল কেন্দ্র। শনিবার ভরদুপুরে ঢাকঢোল পিটিয়েই কার্যত ভ্যাকসিনেশন অ্যান্থেম প্রকাশ করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানালেন, একশো কোটি ভ্যাকসিনেশনে আর বেশিদূর নেই। এপর্যন্ত ৯৭ কোটি ভ্যাকসিনেশন হয়েছে। অর্থাৎ আর কয়েকটা দিন তারপরেই ১০০ কোটি লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে ভারত।
অডিও ভিজুয়াল ভ্যাকসিনেশন অ্যান্থেমের প্রযোজনা করেছেন পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী কৈলাশ খের। শাস্ত্রী ভবনে দুপুর তিনটায় ভ্যাকসিনেশন অ্যান্থেম রিলিজ হয়।
চলুন শুনে নেওয়া যাক সেই বিশেন গান:
১০০ কোটি লক্ষ্য পূরনের আগেই ভ্যাকসিনেশন অ্যান্থেম মুক্তি কেন্দ্রের১০০ কোটি লক্ষ্য পূরনের আগেই ভ্যাকসিনেশন অ্যান্থেম মুক্তি কেন্দ্রের #covidvaccine, #vaccine, #vacinationanthem
Posted by Sangbad Ekalavya on Saturday, October 16, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊