International Football: পেলে-কে টপকানোর পর এবার মেসিকে ছুঁয়ে ফেললেন সুনীল ছেত্রী
সাফ চ্যাম্পিয়ানশিপে মোট পাঁচটি গোল ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর ঝুলিতে। সাফ খেতাব জয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে পেলেকে টপকে গিয়েছিলেন সুনীল এবার সাফ কাপের ফাইনালে একটি গোল করে মেসিকেও ছুঁয়ে ফেললেন ছেত্রী। দেশের জার্সিতে মোট ৮০টি গোল রয়েছে তার ঝুলিতে।
দেশের জার্সিতে আন্তর্জাতিক গোলে সবথেকে বেশি গোলের বিশ্বরেকর্ড রয়েছে রোনাল্ডোর দখলে। বর্তমান খেলোয়াড়দের মধ্যে রোনাল্ডোর পরেই রয়েছেন যুগ্মভাবে ছেত্রী ও মেসি। রোনাল্ডের দখলে ১১৫টি গোল অন্যদিকে মেসি ও ছেত্রীর ঝুলিতে ৮০টি করে গোল।
আন্তর্জাতিক গোল স্কোরারদের পরিসংখ্যান:
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: ১১৫
আলি দাই: ১০৯
মোখতার দাহারি: ৮৯
পুসকাস: ৮৪
লিওনেল মেসি: ৮০
সুনীল ছেত্রী: ৮০
সার্বিকভাবে ছেত্রী ও মেসি সবথেকে বেশি আন্তর্জাতিক গোল স্কোরারদের তালিকায় যুগ্মভাবে ৫ নম্বরে রয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊