T20 WC IND vs PAK: বাবর-রিজোয়ানে ভর করে বিনা উইকেটে বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারালো পাকিস্তান

T20 WC IND vs PAK: বাবর-রিজোয়ানে ভর করে বিনা উইকেটে বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারালো পাকিস্তান






ভারত-পাকিস্তান ম‍্যাচ মানেই হাইভোল্টেজ ম‍্যাচ। টি২০ বিশ্বকাপের আসরে আজ মুখোমুখি বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ও বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। দুবাইয়ের মাঠে ইন্দো-পাক ক্রীড়া যুদ্ধ দেখতে মুখিয়ে ছিল সারা বিশ্বের মানুষ।




টুর্নামেন্টের ইতিহাসে এই নিয়ে মোট ৬ বার একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে দু'দেশ। আগের ৫ বারই জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। এবার ছবিটা বদলে দিতে মরিয়া ছিল বাবর আজমরা। অন‍্যদিকে কোহলিরা অবশ্য আধিপত্য কায়েম রাখতে বদ্ধপরিকর ছিল। কিন্তু শেষ হাসিটা হাসলো পাকিস্তান। 




এদিন শুরুটা তেমন নজরকাড়া করতে পারেননি রাহুল ও রোহিত। প্রথম ওভারের চতুর্থ বলে খালি হাতেই ফেরেন হিটম‍্যান। এরপরেই মাঠে নামেন অধিনায়ক কোহলি। রোহিত শর্মাকে ফিরিয়ে ভারতীয় শিবিরে শুরুতেই ধাক্কা দেন শাহিন আফ্রিদি। দলের তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে ভারতের অপর ওপেনার রাহুলকে ফেরান আফ্রিদি। ৮ বলে ৩ রান করেন রাহুল। ম‍্যাচকে এগিয়ে নিয়ে চলেন অধিনায়ক বিরাট কোহলি। ৫.৪ ওভারে হাসান আলির বলে মহম্মদ রিজওয়ানের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১১ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ভারত দলগত ৩১ রানের মাথায় ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত।১০ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৬০ রান তুলেছে। ভালোই খেলতে থাকেন পন্ত। ১২.২ ওভারে শাদব খানের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৩৯ রান করে মাঠ ছাড়েন । ৮৪ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। ১৫ওভারে ১০০ রান ছুঁয়ে ফেলে ভারত। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ১৭.৫ ওভারে হাসান আলির বলে পরিবর্ত ফিল্ডার মহম্মদ নওয়াজের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ১৮.৪ ওভারে শাহিন আফ্রিদির বলে রিজওয়ানের হাতে ধরা পড়েন কোহলি। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৫৭ রান করে ক্রিজ ছাড়েন বিরাট। ভারত ১৩৩ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ভুবনেশ্বর কুমার।কোহলির উইকেট নিলেও শাহিন আফ্রিদির শেষ ওভারে ১৭ রান ওঠে। অবশেষে ৭ উইকেটে ১৫১ রানে আটকে যায় ভারত।




জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন পাকিস্তানের দুই ওপেনার মহম্মদ রিজোয়ান ও অধিনায়ক বাবর আজম। ভারতের হয়ে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারেই ১০ রান দেন ভুবি।দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ শামি। ওভারে মোট ৮ রান ওঠে। তৃতীয় ওভারে বল করতে আসেন জসপ্রীত বুমরাহ। তাঁর ওভারে মোট ৪ রান ওঠে। চতুর্থ ওভারে বরুণ। মাত্র ২ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। ম‍্যাচ এগিয়ে নিয়ে যেতেই থাকেন তাঁরা। ১০ ওভারে কোনো উইকেট না হারিয়েই ৭১ রান তোলে পাকিস্তান। ১২.৪ ওভারে বরুনের চতুর্থ বলে ছক্কা হাকিয়ে নিজের অর্ধ শতরান পূরণ করেন অধিনায়ক বাবর আজম। ৪ ওভারে ৩৩ রান দিলেও কোনো উইকেট তুলতে পারেননি বরুন চক্রবর্তী। এদিকে অন‍্যদিকে ৪১ বলে নিজের অর্ধ শতরান করেন অপর ওপেনার রিজোয়ান। যতই এগোতে থাকে ম‍্যাচ ততই যেন আরো জ্বলে উঠতে থাকে দুই ওপেনার। অবশেষে কোনো উইকেট না খুইয়েই ভারতের স্কোর টপকে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ভারতকে হারালো পাকিস্তান। বাবর ৬৮ ও রিজোয়ান ৭৯ রান তোলেন। 

Post a Comment

thanks