T20 WC IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে ১৫১ রানের স্কোর দাঁড় করালো ভারত
দুবাইয়ে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনা চলছে কয়েকদিন থেকেই। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আর তাতেই ভারতের ব্যাটিং লাইনে অনেকটা আঘাত হানে। ১৫১ রানের স্কোর গড়ে ভারত।
এদিন শুরুটা তেমন নজরকাড়া করতে পারেননি রাহুল ও রোহিত। প্রথম ওভারের চতুর্থ বলে খালি হাতেই ফেরেন হিটম্যান। এরপরেই মাঠে নামেন অধিনায়ক কোহলি। রোহিত শর্মাকে ফিরিয়ে ভারতীয় শিবিরে শুরুতেই ধাক্কা দেন শাহিন আফ্রিদি। দলের তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে ভারতের অপর ওপেনার রাহুলকে ফেরান আফ্রিদি। ৮ বলে ৩ রান করেন রাহুল। ম্যাচকে এগিয়ে নিয়ে চলেন অধিনায়ক বিরাট কোহলি। ৫.৪ ওভারে হাসান আলির বলে মহম্মদ রিজওয়ানের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১১ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ভারত দলগত ৩১ রানের মাথায় ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত।১০ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৬০ রান তুলেছে।
ভালোই খেলতে থাকেন পন্ত। ১২.২ ওভারে শাদব খানের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৩৯ রান করে মাঠ ছাড়েন । ৮৪ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। ১৫ওভারে ১০০ রান ছুঁয়ে ফেলে ভারত। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ১৭.৫ ওভারে হাসান আলির বলে পরিবর্ত ফিল্ডার মহম্মদ নওয়াজের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা।
১৮.৪ ওভারে শাহিন আফ্রিদির বলে রিজওয়ানের হাতে ধরা পড়েন কোহলি। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৫৭ রান করে ক্রিজ ছাড়েন বিরাট। ভারত ১৩৩ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ভুবনেশ্বর কুমার।কোহলির উইকেট নিলেও শাহিন আফ্রিদির শেষ ওভারে ১৭ রান ওঠে। অবশেষে ৭ উইকেটে ১৫১ রানে আটকে যায় ভারত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊