Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে আজ প্রচারে ঝড় তুলল বামফ্রন্ট

উপনির্বাচনের প্রচারের শেষ দিনে দিনহাটায় হাজির সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী

সুজন চক্রবর্তী




দিনহাটা বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে আজ প্রচারে ঝড় তুলল বামফ্রন্ট। এদিন দিনহাটা শহরে বামফ্রন্টের প্রার্থী  আব্দুর রউফ এর সমর্থনে প্রচারে অংশগ্রহণ করেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য  সুজন চক্রবর্তী

আজ পায়ে হেঁটে দিনহাটা শহরে ভোট প্রচার করেন তিনি।এছাড়াও আজ দিনহাটা হেমন্ত বসু কর্নার এর সামনে বামফ্রন্টের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী,কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য  তারিণী রায়, সিপিআইএম জেলা কমিটির সদস্য  শুভ্রালোক দাস ,সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য  গোবিন্দ রায়, প্রার্থী  আব্দুর রউফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।




সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আজ তৃণমূল ও বিজেপিকে আক্রমন করে বলেন " সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে,দিনহাটায় শান্তি প্রতিষ্ঠা করতে মানুষ বামফ্রন্টকে জয়ী করবেন। সেই সঙ্গে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে হবে নির্বাচন কমিশনকে। মানুষকে প্রজা হিসেবে মনে করে তৃনমূল ।" 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code