Latest News

6/recent/ticker-posts

Ad Code

Aadhaar Card: আপনার শিশুর আধার কার্ড বানাতে চান, এখন নিমেষেই বানিয়ে ফেলুন শিশুর আধার কার্ড

Aadhaar Card: আপনার শিশুর আধার কার্ড বানাতে চান, এখন নিমেষেই বানিয়ে ফেলুন শিশুর আধার কার্ড 







আধার কার্ড আমাদের একটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। আজকাল প্রায় সবরকম কাজের জন‍্যই আধার কার্ড প্রয়োজন। যদি আপনি আপনার পাঁচ বছরের শিশুর আধার কার্ড তৈরি করতে চান এখন তাও সম্ভব। পাঁচ বছরের নীচের শিশুদের জন‍্য ব্লু আধার কার্ড। তবে শিশুদের এই আধার কার্ড বাল আধার কার্ড নামেই বেশি পরিচিত। পাঁচ বছরের কম বয়সী যেকোনো ভারতীয় শিশুর জন‍্য এই ব্লু আধার বা বাল আধারের জন‍্য আবেদন করা যেতে পারে। বাল আধার কার্ডের রঙ নীল তাই এই আধার কার্ডকে ব্লু আধার কার্ড বলা হয়।



প্রয়োজনীয় নথি



শিশুর জন্ম সংশাপত্র

শিশুর পিতা-মাতার আধার নম্বর

ব্লু আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস স্ক্যানের মতো বায়োমেট্রিক ব্যবহৃত হয় না।



কি করবেন?


আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট UIDAI -এ যান

Aadhaar card registration -এ ক্লিক করুন

শিশুর নাম, মা-বাবার ফোন নম্বর, ইমেল অ্যাড্রেসে অন্যান্য তথ্য দিন

শিশুর ঠিকানা সহ অন‍্যান‍্য তথ‍্য দিন

এরপর, রেজিস্ট্রেশনের জন‍্য নিজের পছন্দের দিনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code