জালিয়াতি রুখতে নয়া উদ‍্যোগ SBI- র, আপনিও আসতে পারেন সুরক্ষার আওতায় নিমেষেই






দিন দিন বাড়ছে সাইবার জালিয়াতি। আর এই সাইবার জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ নিয়েছে স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া। নয়া সুরক্ষা ব্যবস্থা চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। নয়া সেই ফিচারের নাম ‘সিম বাইন্ডিং’ (Sim Binding)।




ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তথা SBI YONO এবং SBI YONO অ্যাপে লগ-ইনের প্রক্রিয়া পালটে লগ-ইনের জন্য মোবাইল নম্বরের পাশাপাশি সিম কার্ডও যাচাই করতে হবে। আপনার অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে যে ফোন নম্বর নথিভুক্ত আছে, সেই সিম যে ফোনে আছে, সেখান দিয়েই লগ-ইন করতে পারবেন।

ভেরিফিকেশন পদ্ধতি -


১) গুগল প্লে স্টোর থেকে SBI YONO বা SBI YONO অ্যাপ ডাউনলোড করুন।


২) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) থেকে রেজিস্টার করার জন্য ‘Sim 1’ বা 'Sim 2' বেছে নিন।


৩) যদি একটাই সিম থাকে, তাহলে সিম বেছে নিতে হবে না।


৪) আপনার ফোন নম্বরে একটি মেসেজে যাবে। তাতে একটি মেসেজ করার কথা বলা হবে।


৫) ‘Proceed’-এ ক্লিক করুন।


৬) আপনার ফোনে একটি ইউনিক কোড আসবে।


৭) তারপর রেজিস্ট্রেশন পেজ খুলে যাবে। সেখানে আপনাকে ‘Username ’ এবং 'Password' দিতে হবে।


৮) শেষে ‘Register’-এ ক্লিক করবেন। রেজিস্ট্রেশনের জন্য টার্ম এবং কন্ডিশনে ‘OK’ দিতে হবে।