Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৬ই নভেম্বর খুলছে স্কুল, মানতে হবে কোন কোন নিয়ম? School Reopen

১৬ই নভেম্বর খুলছে স্কুল, মানতে হবে কোন কোন নিয়ম? School Reopen




School Reopen




দীর্ঘদিন বাদে খুলছে স্কুল (school reopen)। মুখ‍্যমন্ত্রীর ঘোষনা মত আগামী ১৬ই নভেম্বর থেকে নবম (class ix) থেকে দ্বাদশ শ্রেণির (class xii) ছাত্রছাত্রীদের জন‍্য খুলছে স্কুল।




জানা যাচ্ছে, করোনা পরিস্থিতির (covid situation) কথা বিবেচনা করে একসঙ্গে নবম থেকে দ্বাদশের সকলকেই স্কুলে আনতে চাইছে না রাজ‍্য সরকার। সেক্ষেত্রে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট শ্রেণিকে ডাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। যেমন একেক  ক্লাসের সময়সীমা (class time) আলাদা হবে তেমনি তার জন্য নির্দিষ্ট সংখ্যক শিক্ষকও থাকবে যাতে পঠন-পাঠনে কোনও সমস্যা না হয়।





ক্লাসরুমে (class room) যাতে ভিড় জমে না যায় তাই কম সংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস হবে। প্রত্যেকটি বেঞ্চে একজন করেই ছাত্র-ছাত্রী বসাতে চাইছে রাজ্য।




অভিভাবকদের থেকে সম্মতি নিয়ে আসতে হবে সেই ছাত্র বা ছাত্রী ক্লাস করতে চায়।





মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিলেবাসের যে অংশ থেকে হবে সেই অংশ গুলি আগে পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে তার জন্য নির্দিষ্ট করে নির্দেশিকা জারি করতে পারে দুই বোর্ড।





পড়ুয়ারা করনা বিধি মানছে না কি সেই বিষয়েও নজরদারির জন্য প্রত্যেকটি স্কুলে দায়িত্ব দেওয়া হবে একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষক-শিক্ষিকাদের।




যদিও এসব বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। চলতি সপ্তাহের শেষে মুখ্য সচিব এই বিষয় নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে একটি বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর।





যেহেতু দীর্ঘদিন বাদে খুলছে স্কুল তাই মুখ‍্যমন্ত্রীর ঘোষনার পরে জোর কদমে কাজ চলছে স্কুল গুলিতে। করা হচ্ছে স‍্যানিটাইজেশন। করা হচ্ছে মেরামতিও। শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরির ব‍্যবস্থা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code