Latest News

6/recent/ticker-posts

Ad Code

MP, HS EXAM: কবে থেকে মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা? কি ভাবছে রাজ‍্য

কবে থেকে মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা? কি ভাবছে রাজ‍্য



Exam



করোনা সংক্রমণের জেরে বন্ধ স্কুল । গত বছর করোনার জেরে বাতিল হয়েছিল মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। বিকল্প উপায়ে মূল‍্যায়নের পথে হেঁটেছে বোর্ড। প্রতি বছর ফল প্রকাশের পর রুটিন প্রকাশিত হলেও এবছর এখোনো প্রকাশিত হয়নি রুটিন। ফলে কিছুটা চিন্তিত ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকা।




মুখ‍্যমন্ত্রীর ঘোষনা মতো ১৬ই নভেম্বর থেকে খুলবে স্কুল কলেজ। স্কুল খোলার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়েও চিন্তা ভাবনা শুরু করেছে শিক্ষাদপ্তর। সূত্রের খবর এবছরের মাধ‍্যমিক পরীক্ষা মার্চে ও উচ্চ মাধ‍্যমিক এপ্রিলে হতে পারে এমনটাই চিন্তাভাবনা করছে শিক্ষা দপ্তর।




সাধারন বেশ কয়েক বছর ধরে ফেব্রুয়ারীতে মাধ‍্যমিক ও মার্চে উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা হয়। ডিসেম্বরে কলকাতা, হাওড়া ও বিধাননগর পুরসভার ভোট হতে পারে এরপর ফেব্রুয়ারীতে রাজ্যের শতাধিক পুরসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পুরভোটের কথা মাথা রেখেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হবে।




রাজ্য সরকারের সঙ্গে কথা বলার পরেই এমন পরীক্ষার সূচি ঘোষণা করতে পারে শিক্ষা দফতর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন। সূত্রের দাবি, এপ্রিল মাসের শেষ সপ্তাহে হতে পারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code