Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB BY POLL: দিনহাটায় উদয়ন গুহের প্রচারে আসছেন অভিনেত্রী সায়ন্তিকা

WB BY POLL: দিনহাটায় উদয়ন গুহের প্রচারে আসছেন অভিনেত্রী সায়ন্তিকা




বিধানসভা উপনির্বাচন আগামী ৩০ই অক্টোবর তার আগে রাজ‍্যের চার বিধানসভা কেন্দ্রে চলছে প্রচার। ভোট ঘোষনার পর তারকা প্রচারের তালিকা প্রকাশ করেছিল রাজ‍্য শাসকদল তথা তৃণমূল কংগ্রেস। সেই তালিকাতে ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা ব‍্যানার্জী যিনি তৃণমূল কংগ্রেসের রাজ‍্য সম্পাদক। একে একে ফিরহাদ হাকিম, অভিষেক ব‍্যানার্জী, সায়নী ঘোষ উদয়ন গুহের প্রচারে এসেছেন দিনহাটায়। আর এবার আসছেন সায়ন্তিকা।




আজ দিনহাটা বিধানসভা কেন্দ্রের নিগমনগর এলাকার মেলার মাঠে বিকাল তিনটা নাগাদ তৃণমূল প্রার্থী উদয়ন গুহের প্রচারে আসছেন দলের রাজ‍্য সম্পাদক অভিনেত্রী সায়ন্তিকা ব‍্যানার্জী।




ইতিমধ‍্যে রাজ‍্য সম্পাদকের নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা তুঙ্গে চলছে প্রস্তুতি। আর বাকি মাত্র ৩দিন তারপরেই নির্বাচন। 


প্রসঙ্গত, গোসাবা, খড়দহ, শান্তিপুর ও দিনহাটায় আগামী ৩০শে অক্টোবর উপনির্বাচন। দিনহাটা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ, বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও বাম-সিপিআইএম প্রার্থী আব্দুল রউফ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code