পরিযায়ীদের জন্য বিশেষ ভাবনা মুখ্যমন্ত্রীর
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশে যখন লকডাউন ঘোষনা হলো, তখন সবথেকে বড় সমস্যায় পড়েছিলো পরিযায়ী শ্রমিকরা (migrant worker)। রাজ্য রাজনীতি সেদিন উত্তাল হয়ে উঠেছিলো।
এবার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banarjee) ।
সোমবার উত্তরকন্যায় প্রাশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্যেই বিনামূল্যে রেশন, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ভীনরাজ্যে যে শ্রমিকরা কাজ (job) করতে যাচ্ছেন তাদের এ রাজ্যেই উপার্জনের (income) ব্যবস্থা করতে হবে।
এদিন তিনি শ্রমিকদের জন্য স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে তাদের কাজের মধ্যে যুক্ত করবার কথা জানান। প্রসঙ্গত তিনি আরও বলেন বিভিন্ন ক্ষুদ্র শিল্পে পরিযায়ী শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে কাজে নিযুক্ত করবার কথাও।
কার্যত এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে উঠে পরিযায়ী শ্রমিকদের যাতে বাইরের রাজ্যে কাজে যেতে না হয়, এই রাজ্যেই যেন কর্মসংস্থান হয় তার দিকেই বিশেষ নজর দেবে রাজ্য সরকার।
প্রসঙ্গত রাজ্যে ইতিমধ্যে তৈরি হয়ে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগ। এই বিভাগ মূলত-
- বেকার যুবক/যুবতীদের স্বনির্ভর কর্মসংস্থান সৃষ্টির জন্য স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প (এস. ভি. এস. কে. পি) বাস্তবায়ন করা হয়েছে ।
- ব্যাংকগুলি থেকে প্রাপ্ত ঋণের সুদের বোঝা হ্রাস করার জন্য পশ্চিমবঙ্গ স্বনির্ভর সহায়ক প্রকল্পের মাধ্যমে (ডব্লিউ. বি. এস. এস. পি) স্বনির্ভর গোষ্ঠীর জন্য সুদের ভর্তুকি সরবরাহ করা হয়।
- স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে কার্যকরী উন্নয়নের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি গ্রেডেশন প্রশিক্ষণ এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।
- স্বনির্ভর কর্মসংস্থানের পণ্য বিপণনের সুযোগ উন্মুক্ত করতে রাজ্য স্তর এবং জেলা পর্যায়ের সবলা মেলার আয়োজন করা হয়।
- দারিদ্র্য বিমোচনে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দারিদ্র্য বিমোচনে, জীবিকা নির্বাহ ও উন্নত জীবনযাত্রার মান বজায় রাখতে মুক্তিধারা নামে একটি প্রকল্প চালু করা হয়েছে।
- দক্ষতা বিকাশের জন্য এবং তাদের পণ্য বিপণনের জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ-সহ-বিপণন কমপ্লেক্সগুলি (কর্মতীর্থ) তৈরি করা।
- স্বনির্ভর গোষ্ঠীসমূহ এবং স্বনির্ভর কর্মসংস্থানের প্রকল্পগুলি সম্পর্কিত সকল কাজের প্রাতিষ্ঠানিক অর্থায়ন সহ নীতিমালা প্রণয়ন ও সমন্বয়।
- পিছিয়ে পড়া শ্রেণির সদস্য, সংখ্যালঘু এবং মহিলা সহ যুবক/যুবতীদের স্বনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে "স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প (এস. ভি. এস. কে. পি) ফ্ল্যাগশিপ স্কিমটি প্রণয়ন করা হয়েছে।
- নির্দিষ্ট মানদণ্ড পূরণে বেকার যুবক/যুবতীদের ব্যাঙ্ক ফিনান্স সহ স্বতন্ত্রভাবে বা গোষ্ঠী এন্টারপ্রাইজগুলি শুরু করার সুবিধা দেওয়া হয়।
- স্বতন্ত্রের জন্য সরকার সর্বোচ্চ দেড় লক্ষ টাকা,পাঁচ বা তদূর্ধের গোষ্ঠীর জন্য সাড়ে ৩ লক্ষ টাকা ভর্তুকি এবং প্রকল্প ব্যয়ের ৩০% করে সরবরাহ করা হয়।
- নোডাল এজেন্সি হিসাবে পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশন লিমিটেডের (ডব্লিউ.বি.এস.সি.এল), ৬৫% ব্যাংকের ঋণ এবং ৫% নিজস্ব অবদান রয়েছে।
3 মন্তব্যসমূহ
খুব ভালো খবর
উত্তরমুছুনVery very important news
উত্তরমুছুনভালো উদ্যোগ।। পরিকল্পনার বাস্তবায়ন হলে অনেকেই উপকৃত হবে
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊