Latest News

6/recent/ticker-posts

Ad Code

T20 WC:বিশ্বকাপে ইতিহাস গড়লেন আফগান ক্রিকেটার মুজিব উর রহমান

T20 WC: বিশ্বকাপে ইতিহাস গড়লেন আফগান ক্রিকেটার মুজিব উর রহমান





জমে উঠেছে বিশ্বকাপের সুপার ১২-র আসর। সোমবার স্কটল্যান্ড ব্যাটে - বলে দুরমুশ করেছে আফগানিস্তান। চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে স্কটল্যান্ডকে বিধ্বস্ত করল আফগানিস্তান। একের পর এক উইকেট মুঠোয় পুরলেন রশিদ খান। অন্যদিকে বল হাতে ইতিহাস গড়লেন মুজিব উর রহমান।



শারজায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ১০.২ ওভারে মাত্র ৬০ রানে অল-আউট হয়ে যায়। এই ম্যাচেই প্রথম আফগান ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের ইতিহাসে ইতিহাস লিখে গেলেন তিনি।



প্রথম আফগান ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের (ওয়ান ডে ও টি-২০) ইতিহাসে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন মুজিব উর রহমান। ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন তিনি। এছাড়া রশিদ খান ২.২ ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে ৪টি উইকেট পকেটে পোরেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মুজিব।এর আগে আর কোনও আফগান ক্রিকেটার বিশ্বকাপে এমন কৃতিত্ব অর্জন করতে পারেননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code