SAFF CHAMPIONSHIP: নেপালকে হারিয়ে অষ্টমবার SAFF চ‍্যাম্পিয়ানশিপ জয় ভারতের

SAFF CHAMPIONSHIP: নেপালকে হারিয়ে অষ্টমবার SAFF চ‍্যাম্পিয়ানশিপ জয় ভারতের


SAFF CHAMPIONSHIP,



অষ্টমবার সাফ চ‍্যাম্পিয়ানশিপ ভারত। একুশের সাফ চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে অষ্টমবার খেতাব অর্জন ভারতের।




ফাইনালে সুনীল ছেত্রী, সুরেশ সিং এবং সাহাল আব্দুল সামাদের দ্বিতীয়ার্ধের গোলে নেপালকে দুরমুশ করে ভারত।




প্রথমার্ধে কোনো দল কোনো গোল করতে পারেনি। গোল শূন‍্য প্রথমার্ধ শেষের পর দ্বীতিয়ার্ধে মরিয়া হয়ে ঝাপিয়ে পড়ে ভারত।




৪৯ মিনিটে সুনীল ছেত্রীর গোলে ১-০ এগিয়ে যায় ভারত। প্রীতম কোটালের ক্রস থেকে হেডে গোল করেন ছেত্রী। ৫০ মিনিটে সুরেশ সিংয়ের গোলে ব্যবধান বাড়িয়ে ২-০ করে ভারত। ইয়াসিরের ক্রসে পা ছুঁয়ে নেপালের জালে বল জড়িয়ে দেন সুরেশ। ৫২ মিনিটে আরও একটি গোল করার সুযোগ পেয়েছিল ভারত। যদিও নেপাল ভারতের আক্রমণ প্রতিহত করে।




৮৬ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামেন সাহাল আব্দুল সামাদ। ৯০ মিনিটে তিনি গোল করে ভারতকে ৩-০ এগিয়ে দেন। নেপাল পুরো ম‍্যাচে কোনো গোল করতে পারেনি। ৩-০ গোলে নেপালকে হারিয়ে সাফ চ‍্যাম্পিয়ান ভারত।




এই নিয়ে আটবার সাফ কাপ জিতল ভারত। ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১ ও ২০১৫ এর পর এবার ২০২১ এ জয়ের পর আটবার হল ভারতের সাফ কাপ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ