Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ Notification জারি করলো NCTE

শিক্ষক নিয়োগের নূন্যতম যোগ্যতামান ফের সংশোধন করল NCTE

NCTE


কিছুদিন আগে ২৮ জুন NCTE জানিয়েছিলেন যারা B.ED করেছেন তাঁরা প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন। 

গত ১৩ অক্টোবর আবারও একটি বিজ্ঞপ্তি জারি করে (F. No. NCTE-Reg l0122/8/2020-US) NCTE জানিয়েছে  স্নাতকোত্তরে ৫৫ % নম্বর সহ ৩ বছরের ইন্ট্রিগ্রেটেড বি.এড- এম. এড প্রশিক্ষণ থাকলেও ১ম থেকে ৫ম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে।

তবে এক্ষেত্রে শিক্ষক হিসাবে যোগদানের ২ বছরের মধ্যে ৬ মাসের Bridge Course করতে হবে Elementary Education এর উপর যে কোন NCTE অনুমোদিত সংস্থা থেকে। 

Notification টি দেখুন- PDF 

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code