Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাসের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

বাসের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর


strike on road people


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দু' নম্বর জাতীয় সড়কের বেনালী মোড়ের কাছে বাসের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। মৃত ওই সাইকেল আরোহীর নাম ভক্তি ঘোষ, বয়স আনুষ্ঠানিক ৬০ বছর। আর এঘটনার পরেই স্থানীয় মানুষেরা ২ নম্বর জাতীয় সড়কের উপর বিক্ষোভে সামিল হয়।


পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তা তুলে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধে সামিল হয় তারা। আর এর পরেই ঘটনাস্থলে এসে পৌছায় জামুরিয়া থানার পুলিশ। তারাই মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য।

এদিকে এঘটনার জেরে বেশ কিছুক্ষণ তীব্র যানজটের সৃষ্টি হয় ২ নম্বর জাতীয় সড়কের বেনালী মোড়ে।

এবিষয়েই এদিন স্থানীয় বাসিন্দারা জানান " জামুড়িয়ার বেনালী গ্রামের বাসিন্দা ভক্তি ঘোষ সাইকেল নিয়ে জাতীয় সড়ক পারাপার করছিল। হঠাৎই দ্রুত গতিতে আশা একটি বাস ধাক্কা মারে ভক্তি ঘোষকে। আর এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভক্তি ঘোষের। এরপর স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code