Latest News

6/recent/ticker-posts

Ad Code

Fire Crackers on Diwali: দীপাবলিতে বাজি ফাটানো নিয়ে নির্দেশিকা জারি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

দীপাবলিতে বাজি ফাটানো নিয়ে নির্দেশিকা জারি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের





আর বাকি কয়েক দিন তারপরেই কালীপুজা। এবারের দীপাবলিতে বাজি ফাটানো নিয়ে নির্দেশিকা জারি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কালীপুজো (Kali Puja 2021) এবং দীপাবলি (Diwali) এবং ছট পুজোয় (Chhath Puja 2021) বাজি ফাটানোর ব্যাপারে দূষণ নিয়ন্ত্রক পর্ষদ এক গুচ্ছ নির্দেশিকা জারি করল।



পরিবেশবান্ধব বাজি ফাটানোর পরামর্শ দেওয়া হয়েছে দূষণ নিয়ন্ত্রক পর্ষদের তরফে। কালীপুজো ও দীপাবলিতে বাজি ফাটানোর সময় সীমা বেধে দিয়েছে পর্ষদ। মাত্র দু'ঘণ্টা বাজি ফাটানো যাবে। জানানো হয়েছে, কেবলমাত্র রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। ছট পুজোর দিন সকালে ২ ঘণ্টা বাজি পোড়ানো যাবে।



এদিকে বড়দিন এবং নববর্ষের দিন ৩৫ মিনিট বাজি ফাটানোর অনুমতি রয়েছে। রাত ১১টা ৫৫ মিনিট থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বাজি ফাটানো যাবে বড়দিন এবং নববর্ষের দিন। পাশাপাশি, পশ্চিমবঙ্গে শুধুমাত্র 'গ্রিন' বাজি বিক্রি করা যেতে পারে বলে নির্দেশ দিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।


উল্লেখ্য, এর আগে কালীপুজোয় বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code