Bank Holiday: নভেম্বরে ১৭দিন বন্ধ ব্যাঙ্ক, দেখুন তালিকা
পুজোর মাসে ২১ দিন বন্ধ ছিল ব্যাঙ্ক এবার নভেম্বরে ১৭ দিন। ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটা, ছটপুজো একের পর এক উৎসব। ফলে কবে কবে বন্ধ ব্যাঙ্ক তা জেনে নিয়ে নিজের কাজ গুলো সেড়ে ফেলুন আর সমস্যা মুক্ত থাকুন।
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে ও ব্যাঙ্ক ক্লোজিং অফ অ্যাকাউন্টস। বলে রাখি, উৎসবের ছুটি বিভিন্ন রাজ্য হিসেবে আলাদা হয়।
ছুটির তালিকা-
১ নভেম্বর: কন্নড় রাজ্যৎসব /কুট
৩ নভেম্বর: ভূত/ নরক চতুর্দশী
৪ নভেম্বর: কালীপুজো / দীপাবলি
৫ নভেম্বর: দিওয়ালি
৬ নভেম্বর: ভাইফোঁটা
৭ নভেম্বর: রবিবার
১০ ও ১১ নভেম্বর: ছটপুজো
১২ নভেম্বর: ওয়ানগালা উৎসব
১৩ই নভেম্বর: মাসের দ্বিতীয় শনিবার
১৪ই নভেম্বর: রবিবার
১৯শে নভেম্বর: গুরু নানক জয়ন্তী /কার্তিক পূর্ণিমা
২১শে নভেম্বর: রবিবার
২২শে নভেম্বর: কনকদাস জয়ন্তী
২৩শে নভেম্বর: সেং কুটস্নেম
২৭শে নভেম্বর :মাসের চতুর্থ শনিবার
২৮শে নভেম্বর : রবিবার
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊